প্রজাতন্ত্র দিবসে হরিয়ানার জিন্দে অনুষ্ঠিত কিষাণ মহাপঞ্চায়েতে কৃষক নেতা দর্শন পাল জানান, ১৫ মার্চ থেকে ২২ মার্চ দিল্লিতে এক বড় বিক্ষোভ আয়োজন করা হবে। ৯ ফেব্রুয়ারি কুরুক্ষেত্রে বিক্ষোভের তারিখ ঘোষণা করা হবে।
সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে হরিয়ানার জিন্দে কিষাণ মহাপঞ্চায়েতে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান এবং উত্তরাখণ্ড-সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা অংশ নিয়েছেন। দর্শন পাল ছাড়াও কৃষক নেতা রাকেশ টিকায়েত, জোগিন্দর সিং উগ্রাহান, হরিন্দর সিং লাখোওয়াল প্রমুখ বেশ কয়েকজন কৃষক নেতা সমাবেশে যোগ দেন।
বিক্ষোভে কৃষকদের বিভিন্ন দাবি তুলে ধরা হবে। কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, পেনশন, ঋণ মকুব, শহিদ কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ, বিদ্যুৎ বিল প্রত্যাহার ইত্যাদি দাবি গুলোকে সামনে রাখা হবে।
সূত্র- খাস খবর
দিল্লিতে আবারও বিক্ষোভের ডাক কৃষকদের

মতামত দিন