ঐতিহাসিক কৃষক আন্দোলনের চাপে কালা কৃষি কানুন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল ইউনিয়ন সরকার। দিনটি ছিল ১৯ নভেম্বর ২০২১। আন্দোলনের বিজয়ের বর্ষপূর্তিতে সংযুক্ত কিষাণ মোর্চা আগামী ১৯ নভেম্বর দিনটি ‘দিল্লি মোর্চা ফতে দিবস’ হিসেবে পালন করবে।
বৃহস্পতিবার পাঞ্জাবের জলন্ধরে ‘দেশ ভগত ইয়াদগার’ সভাগৃহে ৩২টি কৃষক সমিতি বৈঠকের পর এই ঘোষণা করা হয়। জামহুরি কিষাণ সভার রাজ্য সভাপতি সৎনাম সিং আজনালা বলেন, “আমরা সমস্ত পাঞ্জাবিদের কাছে দীপাবলির মতো করে ১৯ তারিখে আমাদের বিজয় দিবসের বর্ষপূর্তি দিনটি উদযাপন করার এবং তাঁদের বাড়ির সামনে মোমবাতি জ্বালানোর জন্য আবেদন করেছি”।
আজনালা আরো বলেন, “২৬ নভেম্বর, চণ্ডীগড়ে একটি বিশাল শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হবে এবং চারজন প্রতিনিধি তাঁদের দাবিগুলি নিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করবেন।” এছাড়াও তাঁর বক্তব্য, কৃষকেরা সময়মতো যন্ত্রপাতি না পাওয়ার কারণে খড় পোড়াতে বাধ্য হচ্ছেন। তাই এর জন্য কাউকে শাস্তি দেওয়া উচিত নয়।
সূত্র- দ্য ট্রিবিউন
আগামী ১৯ নভেম্বর বিজয় দিবস পালন করবে সংযুক্ত কিষাণ মোর্চা

মতামত দিন