জলসঙ্কট থেকে মুক্তি পেতে দিল্লির মতো বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা পাঞ্জাবের চাষিদের

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

পাঞ্জাবে চাষের জলসঙ্কটের থেকে মুক্তি পেতে কৃষকরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছে । সেই সূত্রেই পাঁচটি কৃষক ইউনিয়ন সোমবার মোহালিতে দিল্লির মতো মোর্চা শুরু করার ঘোষণা করেছে।

এদিন এই ব্যাপারে বলবীর সিং রাজেওয়ালের উদ্যোগে কিষাণ ভবনে ভারতী কিষান ইউনিয়ন (রাজেওয়াল), অল ইন্ডিয়া কিষান ফেডারেশন, কিষাণ সংগ্রাম কমিটি পাঞ্জাব, ভারতী কিষান ইউনিয়ন-মানসা এবং আজাদ কিষাণ সংগ্রাম কমিটি নামে পাঁচটি কৃষক সংগঠনের একটি সভা অনুষ্ঠিত হয়। এইসভায় জল সঙ্কট, পরিবেশ দূষণ এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আক্রমণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

রাজেওয়াল বলেন, যে সংগঠনগুলি গত মাসের সম্মেলনগুলি আয়োজন করেছিল তাতে প্রচুর পরিমাণে কৃষকেরা উপস্থিত হয়েছিলেন, যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে জল এবং পরিবেশের সমস্যাগুলি আলোচ্য বিষয় হিসেবে কৃষকদের কাছে উঠে আসছে।

এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ৩০ ডিসেম্বর চণ্ডীগড়ে একটি স্থায়ী মোর্চা গঠন শুরু করা হবে। তার আগে এই বিষয়ে সচেতনতা তৈরি করতে এক লাখ পোস্টার বিতরণ করা হবে। কৃষকদের সংগঠিত করার জন্য ২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সমস্ত জেলায় একটি করে যৌথ পদযাত্রারও আয়োজনের ব্যাপারে এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র- দ্য ট্রিবিউন

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *