হরিয়ানায় ২৪ নভেম্বর রেল অবরোধের ডাক ভারতীয় কিষাণ ইউনিয়নের

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

ভারতীয় কিষান ইউনিয়ন (বিকেইউ)-এর হরিয়ানা ইউনিটের প্রধান গুরনাম সিং চাদুনি সোমবার ঘোষনা করেন ২৪ নভেম্বর আমবালা ক্যান্টনমেন্টের কাছে মৌদা মান্ডিতে তাঁরা রেলপথ অবরোধ করবেন। তিনি অভিযোগ করেন পাঞ্জাব এবং হরিয়ানা সরকার বৃহৎ পুঁজিপতিদের সহজেই দিয়ে দিচ্ছে সরকারি জমি। এর প্রতিবাদে এবং দিল্লির কৃষক আন্দোলনের দুবছর উপলক্ষ্যে তাঁরা ২৪ নভেম্বর এই জমায়েতের ডাক দিয়েছেন। এই জমায়েতের পরে তাঁদের রেল রোকো কর্মসূচির কথাও ঘোষণা করেন।

চাদুনি বলেন যে, “তিনটি কৃষি আইন বাতিলের পর গত বছর দিল্লির কৃষক আন্দোলন প্রত্যাহার করার সময়, কেন্দ্রীয় সরকার বিক্ষোভের সময় কৃষকদের বিরুদ্ধে করা সমস্ত মামলা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সব ফসলের এমএসপি প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার রেল বাহিনীকে কৃষকদের বিরুদ্ধে নথিভুক্ত করা মামলাগুলি প্রত্যাহার করার জন্য কোনো নির্দেশ দেয়নি।” এছাড়াও কৃষকদের ঋণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “দেশের কৃষকদের ওপর ৮ লাখ কোটি টাকা ঋণ রয়েছে এবং প্রতি আধ ঘণ্টায় একজন কৃষক আত্মহত্যা করছেন।”

সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *