এক মাসেরও বেশি সময় ধরে অমৃতসরের কৃষকরা জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে আসছেন। কৃষকরা জানান, ১ জানুয়ারি থেকে এই বিক্ষোভে আরও বেশি চাষি অংশগ্রহণ করছেন।
কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সভাপতি সৎনাম সিং পান্নু বলেন, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা বিক্ষোভরত কৃষকদের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যাগুলি সমাধান করার আশ্বাস দিয়েছেন। কিন্তু তাঁরা এই বিষয়ে লিখিতভাবে কিছু জানাননি। সরকারের মৌখিক আশ্বাস কৃষকেরা বিশ্বাস করতে পারছেন না। কেএমএসসির সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধের বলেন, এখন কৃষক আত্মহত্যার বার্ষিক হার অনেক বৃদ্ধি পেয়েছে। কৃষকরা তাঁদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। যার ফলে তাঁরা ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
সরকার চাষিদের সমস্যার সমাধান না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় কিষাণ মজদুর সংঘর্ষ কমিটি।
সূত্র- ট্রিবিউন ইন্ডিয়া
চাষিদের বিক্ষোভ মিছিল অমৃতসরে

মতামত দিন