সেচ ব্যবস্থার গাফিলতিতে জল সংকটে চাষীরা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

জয়সালমীরের চাষিরা ইন্দিরা গান্ধী সেচ প্রকল্প থেকে যথাযথ জল না পাওয়ার জন্য আন্দোলন শুরু করেছেন। তাঁদের মতে গান্ধীনগর নাহার প্রযোজনা বিভাগের কর্মচারীদের গাফিলতির কারণে, তাঁরা চাষের জন্য উপযুক্ত পরিমাণের জল পাচ্ছেন না। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষাবাদ।

২০২৩ সালের যোজনা অনুযায়ী রবি কর্পের জন্য নির্ধারিত হয় ২১০০ কিউসেক জল, কিন্তু সরকারি কর্মচারীদের গাফিলতায় তাঁরা পাচ্ছেন কেবল ৫০০-৬০০ কিউসেক জল। কৃষক নেতা সাভান খান জানিয়েছেন ‘উপযুক্ত জল না পেয়ে কৃষকরা হতাশ হয়ে পরছেন। ৫০-৬০% জলের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জয়সলমীর।

সূত্র- টাইমস অফ ইন্ডিয়া

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: , ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *