কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতৃত্বে ইউনিয়ন বাজেটের প্রতিবাদে কৃষকরা পাঞ্জাবের তিনটি জেলার ১৬টি স্থানে বিক্ষোভ প্রদর্শন করেন। পাঞ্জাবের তিনটি জেলা পাঞ্জাব-অমৃতসর, গুরদাসপুর, তার্ন তারনে কৃষকরা বৃহস্পতিবার তাঁদের প্রতিবাদ কর্মসূচী পালন করেন। এদিন বিক্ষোভস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কুশপুতুল দাহ করা হয়। বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ কেন্দ্রীয় বাজেটে কৃষিকে অবহেলার করা হয়েছে। কৃষকদের পক্ষ থেকে পাঞ্জাবের সব জেলায় ডেপুটি কমিশনারের অফিসের বাইরে বিক্ষোভের কর্মসূচী ঘোষিত হয়েছে। বাজেটকে কৃষির জন্য হতাশাজনক বলে অভিহিত করেছে কৃষকদের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলি।
সূত্র- অমর উজালা পাঞ্জাব-হরিয়ানা
ইউনিয়ন বাজেটে পাঞ্জাবের কৃষকরা অসন্তুষ্ট

মতামত দিন