কৃষক আন্দোলনের ২ বছর পূর্তিতে সারা ভারতে ২৬ নভেম্বর রাজভবন চলোর ডাক দিল কৃষক সংগঠনগুলির মিলিত মঞ্চ ‘সংযুক্ত কিষাণ মোর্চা’। প্রসঙ্গত, তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক সংগঠনগুলির ডাকে ২০২০ সালের নভেম্বরে পাঞ্জাব ও হরিয়ানা থেকে হাজার হাজার কৃষক দিল্লির সীমানা অবরোধ করে প্রতিবাদে শামিল হয়েছিলেন। মূলত কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতির ফলে কৃষকেরা ক্রমশ কোণঠাসা হতে হতে এই বিপুল আন্দোলনের সূচনা হয়।
ওইদিন সারা দেশব্যাপী রাজভবন অভিযান করে রাজপালের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে। তার আগে এ ব্যাপারে দাবিসম্বলিত স্মারকলিপি তৈরি করতে ১৪ নভেম্বর দিল্লিতে একটি সভা অনুষ্ঠিত হবে। সংযুক্ত কিষাণ মোর্চার বিবৃতিতে বলা হয়েছে, সভায় সিদ্ধান্ত হয়েছে, ২৬ নভেম্বর কৃষক সংগ্রামের দু-বছর পূর্তি উপলক্ষে বিশাল মিছিল করে রাজভবন অভিযানে যাবেন কৃষকরা।
যে দাবিগুলির ভিত্তিতে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে, সেগুলি হল, এমএসপি আইন প্রণয়ন, বিদ্যুৎ বিল বাতিল, মন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত করা, কৃষক পেনশন, চাষিদের ঋণমুক্তি, কার্যকরী ফসল বিমা এবং চাষিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার।
এদিনের অনলাইন কৃষকসভায় কৃষক নেতা হান্নান মোল্লা, দর্শন পাল, যুধবীর সিং, মেধা পাটেকর, রাজারাম সিং, অতুল কুমার অঞ্জন, সত্য়বান, অশোক ধাওয়ালে, অভীক সাহা, সুখদেব সিং, রামিন্দর সিং, বিকাশ শিশির, ডা. সনিলাম প্রমুখরা উপস্থিত ছিলেন । কৃষক নেতারা এই বৈঠকে জানিয়েছেন, বিভিন্ন রাজ্যে রাজভবন পদযাত্রার প্রস্তুতি চলছে। প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র- ওয়ান ইন্ডিয়া বাংলা
২৬ নভেম্বর রাজভবন চলোর ডাক কৃষক সংগঠনগুলির

মতামত দিন