পোলবা অঞ্চলে অবৈধভাবে নির্মাণ ভেঙে নিকাশি ব্যবস্থা চালু করার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান চাষিরা। এই নির্মাণের ফলে এলাকায় কয়েক হাজার বিঘা জমির জল নিকাশি বন্ধ হয়ে গিয়েছে।
মঙ্গলবার কৃষকদের বিক্ষোভের খবর পেয়ে হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক হয় আগামী ৯ ফেব্রুয়ারি হাইকোর্টে মামলা দায়ের করা হবে। প্রশাসনের প্রতিশ্রুতিতে কৃষকরা বিক্ষোভ তুলে নেন।
সূত্র – আজকাল
অবৈধ নির্মাণ ভাঙার দাবিতে কৃষকদের বিক্ষোভ

মতামত দিন