পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ১৩ দিনে পড়ল কৃষক অবস্থান

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

অতিবৃষ্টি এবং কীটপতঙ্গের আক্রমণে ফসলের ক্ষতির জন্য ক্ষতিপূরণ-সহ একগুচ্ছ দাবিতে পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের বাসভবনের সামনে কৃষক অবস্থান এখনও অব্যাহত। ভারতীয় কিষাণ ইউনিয়ন (একতা উগ্রাহন) ব্যানারে কৃষকদের এই অবস্থান আজ ১৩ দিনে পড়ল। প্রসঙ্গত উল্লেখ্য, কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে পাতিয়ালা রোডের কাছে কৃষকরা ৯ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভে নেমেছিলেন। আপ সরকার তাঁদের দাবি না মানলে বিক্ষোভকারীরা আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন।

সূত্র- নিউজ ১৮

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *