তেলেঙ্গানার নিজামাবাদে হলুদ চাষিরা হলুদের দাম কম পাওয়ায় বুধবার বাজার খোলার পর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। ক্রমাগত লোকসানের ফলে কৃষকরা হলুদ চাষে আগ্রহ হারাচ্ছেন। তাঁরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। বছরের পর বছর ধরে এই সমস্যার সমাধান হয়নি।
বুধবার নিজামাবাদ বাজারে কৃষকদের মাত্র ৫০০০ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলে তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। চাষিরা নূন্যতম সহায়ক মূল্য বা এমএসপির দাম বাড়ানোর জন্য সরকারের কাছে ক্রমাগত চাপ দিলেও সরকার এ ব্যাপারে উদাসীন। আন্দোলনকারীরা স্পষ্ট বলেন তাঁদের দাবি না মিটলে ভবিষ্যতে তাঁরা আন্দোলন আরও তীব্র করবেন।
সূত্র – দ্য টাইমস অফ ইন্ডিয়া
তেলেঙ্গানায় হলুদের দাম কমায় প্রতিবাদে কৃষকরা

মতামত দিন