কর্ণাটকের শিবমোগা জেলায় বিমানবন্দর প্রকল্পের বিরোধিতায় প্রতিবাদ জানালেন একদল কৃষক। এই চাষিদের দাবি, জমি অধিগ্রহণের পর তাঁরা ক্ষতিপূরণ পাননি।
তাঁরা জানিয়েছেন, ভূমিহীনদের প্রতি বরাদ্দ করা জমির ওপর বিমানবন্দর তৈরি হয়েছে। সরকার চাষিদের প্রতিশ্রুতি দিয়েছিল, একর প্রতি ২ লক্ষ টাকা, একটি করে ৬০x৪০ প্লট এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। প্রায় ১৫ বছর ধরে কৃষকরা আবেদন জানিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি।
সূত্র – হিন্দুস্তান টাইমস
কর্ণাটকে বিমানবন্দর প্রকল্পের বিরুদ্ধে জমিহারা কৃষকদের প্রতিবাদ

মতামত দিন