সমগ্র দেশে বিজেপি’র কৃষক বিরোধী নীতি কৃষকদের বিপাকে ফেলেছে। শুধু কেন্দ্রে নয়, যে কটি রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় সেখানেও একই অবস্থা। হরিয়ানার সরকারের বিরুদ্ধে বহুদিন ধরেই কৃষকরা সরব। ধান সংগ্রহে বিলম্ব হওয়ায় এবং কার্নাল শস্যের বাজারে ঢোকার গেট পাস না পাওয়ার জন্য শুক্রবার হরিয়ানার কার্নালে ৪৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন কৃষকরা।
কৃষক ও আড়তদারদের অভিযোগ, ২২ অক্টোবরের পর থেকে সরকারি সংস্থাগুলি ধান সংগ্রহে আগ্রহ দেখাচ্ছে না। শুক্রবার, জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গেট পাস দেওয়া বন্ধ করে দেয়, এর জেরেই বিক্ষোভ শুরু করেন কৃষকেরা। মান্ডি সম্পাদক সুন্দর কাম্বোজ বলেন, হরিয়ানা সরকারের কঠোর নির্দেশ রয়েছে যে পণ্য এবং কৃষকদের যথাযথ যাচাইয়ের পরেই ক্রয়ের অনুমতি দেওয়া হবে।
যদিও দাবিগুলি পর্যালোচনা করে তা মেনে নেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় প্রশাসনের তরফে। এর জেরেই কৃষকরা অবরোধ তুলে নেন।
সূত্র- হিন্দুস্তান টাইমস
ধান সংগ্রহে দেরি হওয়ায় কার্নালে চাষিদের প্রতিবাদ

মতামত দিন