চাষিদের নিয়ে আসা ধান দ্রুততার সঙ্গে ক্রয় করা, কৃষকদের ধান বিক্রির প্রক্রিয়া সরল ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করা এবং যেসব কৃষকরা নিজেদের ধান বিক্রি করার জন্য আনতে পারছে না তাঁদের ধান নেওয়ার ব্যবস্থা করার দাবিতে অবস্থান বিক্ষোভে শামিল হলেন অল ইন্ডিয়া কিষাণ খেতমজদুর সংগঠনের ইসলামপুর ব্লক কমিটির সদস্যরা।
সোমবার উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা খাদ্য সরবরাহ দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। এদিন প্রায় ১০০টি গাড়িতে ধানের বস্তা বোঝাই করে খাদ্য সরবরাহ দফতর সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখেন কৃষকরা। যতক্ষণ তাঁদের দাবি না মানা হবে ততক্ষণ তাঁরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
সূত্র- উত্তরবঙ্গ সংবাদ
উত্তর দিনাজপুরে কৃষকদের বিক্ষোভ

মতামত দিন