নিকাশি ক্যানেল করেনি জাতীয় সড়ক কর্তৃপক্ষ, অবরোধ কৃষকদের

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

নিজস্ব সংবাদদাতা: কৃষক বিক্ষোভে উত্তাল হলো ডেবরা ব্লকের আযাঢ়ী মোড়ে ৬ নম্বর জাতীয় সড়ক। কেন্দ্রীয় সরকাররে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করলে তৃণমূল সরকারের পুলিশ বাধা দেয়। জাতীয় সড়কের ৬টি লেন দখল নিয়ে একদিকে হয় বিক্ষোভ মিছিল অপর লেনে হয় সড়ক অবরোধ। পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচিতে অটল থাকেন।

কৃষকরা দাবি তোলেন জাতীয় সড়ক পরিবহণ কর্তৃপক্ষ, রাজ্যের সেচ দপ্তরের আধিকারিক, জেলা শাসককে ঘটনাস্থলে হাজির করুন, তারপর অবরোধ তুলে নেওয়া হবে। তিন ঘণ্টা ধরে চলে এই অবরোধ বিক্ষোভ। জল নিকাশি, ফসলের ক্ষতিপূরণ সহ আগের মতো স্থায়ী নিকাশি পরিকাঠামো গড়ে দেওয়ার দাবিতে স্বাক্ষর সংগ্রহ সহ বিক্ষোভ সভা শুরু হয়।

ট্যাগ করা হয়েছে: , , ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *