হরিয়ানায় মুখ্যমন্ত্রীর ক্যাম্প অফিসের সামনে কৃষকদের বিক্ষোভ

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

বৃহস্পতিবার আখের রাজ্য পরামর্শিত মূল্য (SAP) নির্ধারণে বিলম্বের অভিযোগে কৃষকরা হরিয়ানায় মুখ্যমন্ত্রীর ক্যাম্প অফিসের কাছে বিক্ষোভ করেছেন। চাষিদের এই বিক্ষোভে ভারতীয় কিষাণ ইউনিয়ন (চারুনি) নেতৃত্ব দেয়। তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় এবং মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকাও দাহ করে। এদিনের বিক্ষোভে কৃষকরা  মুখ্যমন্ত্রীর ক্যাম্প অফিস ঘেরাও করার চেষ্টা করেন। যদিও পুলিশ তাঁদের সেই চেষ্টায় বাধা দেয়।

এদিনের বিক্ষোভ থেকে কৃষকরা রাজ্য সরকারকে একটি চূড়ান্ত সমসসীমা দেন। তাঁরা বলেন যদি ৯ জানুয়ারি পর্যন্ত এসএপি প্রতি কুইন্টাল ৪৫০ টাকা না করা হয় তবে তাঁরা ১০ জানুয়ারি কর্নাল শস্য বাজারে একটি কিষাণ মহাপঞ্চায়েত করবেন।

ভারতীয় কিষাণ ইউনিয়ন (চারুনি)-এর সহ-সভাপতি এবং গান্না সংঘর্ষ সমিতি হরিয়ানার রাজ্য সহ-সভাপতি রামপাল চাহাল বলেন, “আমরা সরকারকে আখের রাজ্য পরামর্শিত মূল্য প্রতি কুইন্টাল ৪৫০ টাকা করার দাবি জানাই কারণ ইনপুট খরচ বেড়েছে”। ভারতীয় কিষাণ ইউনিয়ন (চারুনি)-এর মুখপাত্র রাকেশ বেইনস বলেন, “কৃষকদের সমস্যা কার্যকরভাবে তুলে ধরা জনপ্রতিনিধিদের দায়িত্ব। এ বছর আখের দাম বাড়ানো হয়নি, উৎপাদন খরচ বেড়েছে। কৃষকরা আজ তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত  কৃষকরা ধর্না প্রদর্শন করবেন এবং তারপরে ১০ জানুয়ারি কার্নালে একটি কিষাণ মহাপঞ্চায়েত করবেন।”

সূত্র- দ্য ট্রিবিউন

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *