জম্মু ও কাশ্মীরে বহু দরিদ্র কৃষককে জমি থেকে জোর করে উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার শত শত চাষি শ্রীনগরের প্রেস এনক্লেভে জড়ো হয়ে লালচক পর্যন্ত একটি সমাবেশ করেন। দরিদ্র কৃষকরা স্লোগান দেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে উন্নয়নের জন্য এই জমি অধিগ্রহণ করা হয়েছে। চাষিদের বক্তব্য, জমি থেকে দরিদ্র কৃষকদের উচ্ছেদ করবার পরেও প্রশাসন তাঁদের জীবন জীবিকা নিয়ে সম্পূর্ণ অন্ধকারে রেখেছে।
কৃষকদের দাবি, জমি অধিগ্রহণ অবিলম্বে বন্ধ করতে হবে। ক্ষুদ্র ও প্রান্তিক ভূমিহীন কৃষকদের স্বার্থে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে।
সূত্র – ব্রাইটার কাশ্মীর
উচ্ছেদের বিরুদ্ধে শ্রীনগরে কৃষক সমাবেশ

মতামত দিন