নিজস্ব সংবাদদাতা : বাঁকুড়া বড়জোড়ার ডিপিএল অধিকৃত কয়লা খনির জমিহারা কৃষকদের বাৎসরিক ক্ষতিপূরণ দু’বছর যাবৎ বন্ধ থাকায় মঙ্গলবার সিপিআই(এম)’র ডাকে কয়লা খনির কাজ বন্ধ করে দেওয়া হয়। ডিপিএল কর্তৃপক্ষকে জানানো হয় ক্ষতিপূরণের টাকা না দিলে ও ২২টি শ্যালোর টাকা কারা পেয়েছে তার তালিকা প্রকাশ না করলে অনির্দিষ্টকালের জন্য খনির কাজ বন্ধ করা হবে।
বড়জোড়ার ডিপিএল পরিচালিত খনি সংলগ্ন প্রায় ৩৪ একর জমিতে মাটি ও পরিত্যক্ত কয়লা ফেলে ১০ বছর যাবৎ কৃষকদের চাষ বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষকরা এই জমি খনি কর্তৃপক্ষকে বাজার দর অনুযায়ী কিনে নিতে বললেও সাড়া মেলেনি। এই দাবিতে তাঁরা আন্দোলন চালাচ্ছেন। আন্দোলনের জেরেই কৃষকরা একর প্রতি ৬৪ হাজার টাকা বাৎসরিক ক্ষতিপূরণ আদায় করেন। কিন্তু দু’বছর যাবৎ সেটিও পাচ্ছেন না।
ক্ষতিপূরণের টাকা না পেয়ে বিক্ষোভ

মতামত দিন