কৃষকের জমি কেটে রাস্তা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

নিজস্ব সংবাদদাতা: একদিকে রাস্তা হচ্ছে। পাশাপাশি কৃষকদের জমি কেটে মাটিও তোলা হচ্ছে। পঞ্চায়েত এলাকার প্রধান সড়ক মেরামত হচ্ছে না। উন্নয়ন ও অনুন্নয়নের এই বিচিত্র ছবি ধরা পড়লো পোলবা-দাদপুর ব্লকের মাকালপুর গ্রাম পঞ্চায়েতের ইষ্টা গ্রামে।সিঙ্গুরে মুখ্যমন্ত্রী সম্প্রতি ১২০০০ কিমি রাস্তা সম্প্রসারণের ঘোষণা করেছেন। রাস্তার বেহাল ছবি সরকারের উন্নয়নের ঢক্কানিনাদের মুখোশ খুলে দিচ্ছে। মাকালপুর গ্রাম পঞ্চায়েতের ইষ্টা গ্রাম থেকে চন্দনপুর স্টেশন যাওয়ার এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই কিমি এই পথের অবস্থা খুব খারাপ। কোথাও মোরাম ও ইট উঠে মাটি বেরিয়ে গিয়েছে। বর্ষাকালে জল কাদায় একাকার হয়। রাস্তার সংস্কার হয়নি ১১ বছর।


ঘটমপুর মৌজার শেষ প্রান্ত কাকনান থেকে পোড়াবাজার পর্যন্ত এই রাস্তা সম্প্রতি ঢালাই হলেও, পোড়াবাজার থেকে চন্দনপুর স্টেশন সংলগ্ন ২ কিমি পথের কোনও সংস্কার হয়নি। এখানে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র আছে কিন্তু রাস্তার যা দশা অ্যাম্বুলেন্স যাবে না। ২০১০ সালে বামফ্রন্ট আমলে রাস্তায় মোরাম ফেলে মেরামত করা হয়েছিল। ২০১১র পালাবদলের পর থেকেই আর সারানো হয়নি।


স্থানীয় কৃষকরা জানান আমাদের মধ্যে অনেকের জমি অধিগ্রহণ না করেই বুলডোজার দিয়ে মাটি খুঁড়ে তোলা হয়েছে। শুধুই তোলাই হচ্ছে না বকলমে মাটি পাচার চলছে। রাস্তা হোক তাতে কোনও আপত্তি নেই আমাদের তবে আমাদের কৃষকদের পেটে কেন লাথি মারা হবে?

ট্যাগ করা হয়েছে: , ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *