তৃণমূলীদের অপচেষ্টা রুখলেন খেতমজুররা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

নিজস্ব সংবাদদাতা: পাট্টা জমি থেকে গরিব আদিবাসী খেতমজুর পরিবারকে উচ্ছেদ করার তৃণমূলের অপচেষ্টাকে রুখে দিল এলাকার খেতমজুর ও গ্রামবাসীরা। ২৩ বছর আগে বামফ্রন্ট আমলে মান্দাড়া মৌজায় ১৮ শতক জমির পাট্টা পেয়েছিলেন ধনিয়াখালির মান্দাড়া পঞ্চায়েতের বাসিন্দা খেতমজুর হপ্না মাণ্ডি ও তাঁর স্ত্রী সুন্দরী মাণ্ডি।

কয়েক বছর আগে হপ্না মাণ্ডির মৃত্যু হলেও স্ত্রী সুন্দরী মাণ্ডি এবং তাঁর পুত্র উপেন মাণ্ডি রয়েছেন। অভিযোগ, দক্ষিণ মান্দাড়া গ্রামের বাসিন্দা সুন্দরী মাণ্ডি, ও তার পুত্র উপেন মাণ্ডিকে বিভিন্ন রকমভাবে অত্যাচার চালিয়ে এবং ভয় দেখিয়ে তাঁদের ওই জমি কেড়ে নিতে উঠেপড়ে লাগে তৃণমূলের বাহিনী। তাদের মদত দেন পঞ্চায়েত প্রধান ইলিয়াস মণ্ডল।

এদিকে, কয়েকদিন ধরে তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ লালটু ও তার বাহিনী জমির দখল নেওয়ার চেষ্টা করে। পাট্টাদারকে বিভিন্নভাবে হেনস্থা করে। হুমকি দেওয়া হয় জমি ছেড়ে দেওয়ার জন্য। এমনকি তৃণমূলের অফিসে ডেকেও হুমকি দিয়ে বলা হয়, ‘জমি ছেড়ে দাও হাসপাতাল হবে’।

বৃহস্পতিবার খেতমজুর ইউনিয়নের নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। সেখানে ওই এলাকার খেতমজুর সহ বহু সাধারণ মানুষ উপস্থিত হয়ে তৃণমূলের অত্যাচারের কথা শোনান। এরপর মিছিল ও সভা হয়। শেষে এলাকার বহু সাধারণ মানুষ ও খেতমজুররা গিয়ে ওই নির্দিষ্ট জমিতে লাল ঝান্ডা লাগিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেন।

এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *