ধান সংগ্রহে অনিয়মের প্রতিবাদে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে কৃষকদের ব্যাপক জমায়েত হয় সোমবার। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
নবনির্মাণ কৃষক সংগঠনের হাজার হাজার কৃষক মুখ্যমন্ত্রীর বাসভবন নবীন নিবাসের দিকে ঘেরাওয়ের জন্য মিছিল করেন। তখন পুলিশ বাধা দেয়। এর ফলে চাষি ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। অনেক নারী কৃষকও বিক্ষোভে যোগ দেন।
কৃষকদের অভিযোগ, ধানের ন্যূনতম সহায়ক মূল্য পাওয়া যাচ্ছে না। ধান ক্রয় নীতিতে অনিয়মের কারণে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও উৎপাদকরা লোকসানের মুখে পড়েছেন।
নবীন নিবাসকে ঘেরাও করার ব্যর্থ চেষ্টার পরে চাষিরা বিমানবন্দর থানায় বিক্ষোভ দেখান। দাবি মানা না হলে আগামী দিনে রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রে আন্দোলন করার হুঁশিয়ারি দেন তারা।
সূত্র – সংবাদ ইংলিশ
ওড়িশায় চাষিদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ

মতামত দিন