পাঞ্জাবে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ কৃষকদের

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাবের পুতলিঘরে তাহে আম আদমি ক্লিনিকের উদ্বোধনের আসার আগে ক্যান্টনমেন্ট এলাকায় একদল কৃষককে পুলিশ আটক করে।

কিষাণ নওজওয়ান সংঘর্ষ কমিটির সভাপতি বাচিত্তর সিং কোটলার নেতৃত্বে কৃষকরা গত ২০ দিন ধরে এলাকায় ছড়িয়ে থাকা মাদকের আতঙ্ক নিয়ে আট্টারির ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ-এর অফিসের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন।

কৃষক কর্মীরা দাবি করেছেন যে তারা কেজরিওয়ালের সামনে মাদকের সমস্যাটি উত্থাপন করতে চেয়েছিলেন।

সূত্র- দ্য ট্রিবিউন

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *