রাসায়নিক সারের জোগানে ঘাটতি, ধর্নায় দক্ষিণ দিনাজপুরের বাম কৃষক সংগঠন

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

সমবায় সমিতিতে সারের জোগানে ঘাটতি। সোমবার রাসায়নিক সার না পেয়ে ধর্নায় বসল বামেদের কৃষক সংগঠন। ঘটনাটি ঘটেছে বংশীহারি মহাবাড়ি পঞ্চায়েতের কুশকারী সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। রবি মরশুমের শুরুতেই কৃষকরা সার না পেয়ে হতাশ। এর ফলে তাঁরা চাষের ব্যাপারে অনিশ্চিত হয়ে পড়েছেন। খোলা বাজারে ১৪৭০ টাকার রাসায়নিক সার ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। এই কালোবাজারির বিরুদ্ধেও বাম কৃষক সংগঠনটি সরব হয়েছে। তাঁদের অভিযোগ, সমিতির ম্যানেজার কালোবাজারি করে কৃষকদের না দিয়ে অন্যত্র উচ্চ মূল্যে বিক্রি করে টাকা পকেটস্থ করছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই ম্যানেজার।

সমবায় থেকে সঠিক মূল্যে রাসায়নিক সার না পাওয়া গেলে সংগঠনের পক্ষ থেকে কৃষকদের নিয়ে সমবায়ের সামনে আমরণ অনশনে বসারও হুমকি দেয় কৃষক সংগঠনটি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের বংশীহারি এরিয়া কমিটির সম্পাদক জাহান্দার হোসেন, গৌতম ঘোষ প্রমুখ। তাঁরা জানান তাঁদের দাবি পূরণ না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

সূত্র- উত্তরবঙ্গ সংবাদ

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *