সোমবার বিকেল চারটে থেকে সাড়ে চারটে পর্যন্ত সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের মোহনা হাটে বালুরঘাট-কুমারগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে। তাঁদের দাবি রাজ্য সরকারকে রাসায়নিক সারের কালোবাজারি রুখতে হবে এবং সরকারি সহায়ক মূল্যে হাটে হাটে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনতে হবে।
এদিনের এই পথ অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিএমের কৃষক সংগঠনের নেতা মোফাজ্জল হোসেন, রঞ্জিত কুমার তালুকদার, সুনীল কিসকু প্রমুখ নেতৃবৃন্দ। কৃষক সংগঠনের নেতা মোফাজ্জল হোসেন রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে বলেন, “সাধারণ জনগণের জন্য যে সমবায় সমিতি রয়েছে তাতে রাজ্য সরকার খুব সামান্য পরিমাণ রাসায়নিক সার সরবরাহ করছে। অথচ যারা ব্যক্তিগতভাবে সারের ব্যবসা করছেন তাদেরকে প্রচুর পরিমাণে সার সরবরাহ করা হচ্ছে। এই জন্য একটা কৃত্রিম সারের সংকট তৈরি হয়েছে।” তিনি আরও অভিযোগ করে বলেন,”এর ফলে সমবায় সমিতিতে যে সুফলা সারের দাম ১৭৫০ টাকা বস্তা, খোলা বাজারে ব্যবসায়ীদের কাছে তা কিনতে হচ্ছে ২২০০ টাকা বা তারও বেশি দামে। এভাবে সার ব্যবসায়ীদের প্রতি বিশেষ সহানুভূতি দেখিয়ে মমতা ব্যানার্জির সরকার সার ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা তুলে আসন্ন পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কৌশল করেছে। রাজ্য সরকারের এমন আচরণের আমরা তীব্র প্রতিবাদ জানাই।”
সূত্র- উত্তরবঙ্গ সংবাদ
দক্ষিণ দিনাজপুরে সারের কালোবাজারির বিরুদ্ধে প্রতিবাদে সরব বাম কৃষক সংগঠন

মতামত দিন