কর্ণাটকে উপরাষ্ট্রপতির সফরের আগে কৃষকদের প্রতিবাদ

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলার গোন্ধল্লির কৃষকরা শনিবার ঈশা যোগ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত রাস্তার সম্প্রসারণের বিরোধিতা করে বিক্ষোভ করেন। সেরাজ্যের পূর্ত দফতর ১৫ জানুয়ারি চিক্কাবল্লাপুরার আভালাগুরখিভ গ্রামে ঈশা যোগ ফাউন্ডেশনে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকারের সফরের আগে রাস্তাগুলি প্রসারণ এবং পুনঃস্থাপনের কাজ হাতে নিয়েছে৷

উপ-রাষ্ট্রপতি সফরের আগে পূর্ত আধিকারিকরা জেসিবি এবং হিটাচিস ব্যবহার করে রাস্তা প্রশস্ত করার কাজ শুরু করেন। গোন্ধল্লির কয়েকজন গ্রামবাসী এই রাস্তা সম্প্রসারণের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে ধর্না শুরু করেন। পুলিশ তাঁদের জোর করে রাস্তা থেকে সরিয়ে দেয়। কৃষকদের অভিযোগ, পূর্ত দফতর পরিকল্পনার বাইরে রাস্তা তৈরি করে কৃষকদের জমি নষ্ট করছে। এর প্রতিবাদেই বিক্ষোভ করেছেন চাষিরা। তাঁরা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।

সূত্র- হিন্দুস্তান টাইমস

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *