সবজি ফলনে ঘাটতি, চিন্তায় দক্ষিণবঙ্গের কৃষকরা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

প্রত্যাশিত শীত না পরায় কুয়াশার কারনে সবজি ফলনে ঘাটতি হচ্ছে। ক্যাপসিকাম, লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, আলু-সহ অন্যান্য ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। ইতিমধ্যেই গত বছর অতিবৃষ্টির কারনে সবজির ফলন কম হয়। সেই ক্ষতিপূরণ না হতেই আবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন দক্ষিণবঙ্গের কৃষকরা।

ভাঙড় ২ ব্লকের পানাপুকুর, কাঁঠালিয়া, ভুমরু গ্রামের কৃষকদের দাবি, এক দিকে কপির প্রত্যাশিত দাম পাওয়া যাচ্ছেনা অপরদিকে শীত না পরার কারনে কপি পচে যাচ্ছে। পাশাপাশি ভাইরাসের আক্রমণে সবজির গাছ মরে যাচ্ছে, ফসলে দাগ আসছে। এই সকল কারনে বাজারে সবজির দাম পাওয়া যাচ্ছেনা। এই দুর্দশার কারনে দেনায় ডুবে আছেন এলাকার কৃষকরা।

সরকার এই এলাকার কৃষকদের দুর্দশার কথা জানলেও তাঁরা এই বিষয়ে কোন তৎপরতা দেখায়নি। কৃষকদের সমস্যা সমাধান করতেও অক্ষম হচ্ছে সরকার। এদিকে দক্ষিণবঙ্গের কৃষকরা ক্ষতিপূরণ না পেয়ে দিন দিন দুর্দশার তলানিতে চলে যাচ্ছে তাও সরকার নির্বাক ভূমিকাই পালন করছে।

সূত্র- আনন্দবাজার

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *