বাঁকুড়ায় ফসলবিমা থাকা সত্ত্বেও টাকা না পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়লেন কৃষকরা। ঘটনার প্রতিবাদ জানাতে এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার সামনে বিক্ষোভ প্রকাশ করলেন তাঁরা। ঘটনাটি বিষ্ণুপুর ব্লকের খড়কাটা এলাকায় ঘটে।
স্থানীয় কৃষকরা জানান, অন্যান্য বছরের মতন এ বছরেও তাঁরা ব্যাংক থেকে ঋণ নিয়ে কৃষিকাজ করেছেন। কিন্তু গত দু’বছরে নানা প্রাকৃতিক দুর্যোগের ফলে সেইভাবে লাভের মুখ দেখতে পাননি। ফসলবিমা থাকা সত্ত্বেও গত দুই বছর ধরে সেই বিমার টাকা পেতে নাকানি-চোবানি খাচ্ছেন। কৃষি দপ্তর থেকে জানানো হয়, বিপুল সংখ্যক কৃষককে বিমার টাকা দিতে গিয়েই নাম বাদ পড়ে গেছে কিছু কৃষকের।
সূত্র- নিউজ বিশ্ব বাংলা
বিমা করেও পাওয়া গেল না প্রাপ্য টাকা, প্রতিবাদে বাঁকুড়ার চাষিরা

মতামত দিন