এআইকেএস এবং এআইএডাব্লুইউ-এর যৌথ আহ্বানে কৃষক ও শ্রমিক বিরোধী বাজেটের প্রতিবাদে কৃষকরা সারা দেশে বৃহস্পতিবার কালা দিবস পালন করলেন। দেশের প্রায় ১২ হাজার গ্রামে এবং ৩০০টি জেলায় বাজেটের প্রতিলিপি পোড়ানোর মধ্যে দিয়ে কৃষকরা তাঁদের কর্মসূচি পালন করলেন। কিছু জায়গায় প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।
এই বিক্ষোভ কর্মসূচিতে বৃহস্পতিবার বিপুল সংখ্যক কৃষক ও শ্রমিক যোগদান করেন। কৃষিখাতে বাজেটে কেন্দ্রের বরাদ্দ কমানো হয়েছে, এই অভিযোগ সামনে রেখে বৃহস্পতিবার কালা দিবস পালন করলেন কৃষকরা। কৃষিখাতে বাজেটে কেন্দ্রের বরাদ্দ কমানোর ফলে কৃষক এবং শহরের দরিদ্র মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। কেরালা এবং তামিলনাড়ুতে যথাক্রমে ১৩ এবং ১১ ফেব্রুয়ারি কালা দিবস পালিত হবে বলে এদিন জানা গেছে।
সূত্র – ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া
৯ ফেব্রুয়ারি কালা দিবস পালন করলেন কৃষকরা

মতামত দিন