বাতিল হওয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের প্রথম বার্ষিকী পালন এবং আন্দোলনের সময় নিহত কৃষকদের শ্রদ্ধা জানাতে সংযুক্ত কিষাণ মোর্চার তরফ থেকে আগামী ১১ ডিসেম্বর সিংঘু সীমান্তে রওনা দেওয়ার কথা ঘোষণা করা হল। ভাটিন্ডা এবং মানসা জেলার গ্রাম ও ব্লক স্তরে কৃষক এবং ক্ষেতমজুররা মিটিং এবং ডোর টু ডোর কার্যক্রম পরিচালনা করা শুরু করে দিয়েছেন।
গত রবিবার মানসার খাদক সিংওয়ালা গ্রামে একটি সমাবেশের আয়োজন করা হয় যেখানে বিপুল সংখ্যক কৃষক, ক্ষেতমজুর এবং মহিলারা অংশগ্রহণ করেন। বিকেইউ এর জেলা সভাপতি লক্ষবীর সিং আকলিয়া বলেন “তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের সময় ৭০০জনেরও বেশি কৃষক ও শ্রমিক মারা গিয়েছিলেন। তাই আমরা তাঁদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাতে সিংঘু সীমান্তের প্রতিবাদস্থলে গিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাব”।
সূত্র- ট্রিবিউন ইন্ডিয়া
শহিদ কৃষকদের শ্রদ্ধা জানাতে সিংঘু সীমান্তের দিকে সংযুক্ত কিষাণ মোর্চা

মতামত দিন