জলদাপাড়ায় হাতির হানায় নষ্ট হল কয়েক বিঘা আলুর ক্ষেত। বিপাকে পরল এলাকার আলু চাষিরা। ইতিমধ্যেই গত সপ্তাহের বুধবার থেকে একাধিক দাবিতে আন্দোলনে নেমেছেন জলদাপাড়া জাতীয় উদ্যানের অস্থায়ী বনকর্মীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই আন্দোলনের ফলে জলদাপাড়া জাতীয় উদ্যান অসুরক্ষিত অবস্থায় রয়েছে এই কারনেই জঙ্গল থেকে বন্য হাতি বেড়িয়ে এসে এলাকার ক্ষেত নষ্ট করছে।
এই ঘটনায় সবথেকে বেশি খতিগ্রস্থ হয় নবেনুর ইসলাম নামের এক চাষি। স্থানীয়দের দাবি, বন্য হাতির দল ওই চাষির তিন বিঘা জমি নষ্ট করে দেয়। বন দফতরে এই বিষয়ে অভিযোগ জানালেও তাঁরা কোনোরকম পদক্ষেপ নেয়নি। ফলে ক্ষোভে ফেটে পরেছে এলাকার বাসিন্দারা। ফের এই ঘটনার পুনরাবৃত্তি হলে পথ অবরোধ করার কথাও বলেন স্থানীয়বাসিন্দারা।
জায়গায় জায়গায় হাতির হানায় চাষিরা খতিগ্রস্থ হচ্ছেন। বন দফতর বা সরকারের কাছে অভিযোগ জমা দিলেও তাঁদের সমস্যা সমাধানে ব্যর্থ হচ্ছে সরকার ফলে চারিদিকে কৃষক আন্দোলনের হার আরও বৃদ্ধি পেয়েছে।
সূত্র- নিউজ ১৮ বাংলা
জলদাপাড়ায় হাতির হানা, নষ্ট হল আলু ক্ষেত

মতামত দিন