কওমি ইনসাফ মোর্চার নেতৃত্বে কৃষকরা বিক্ষোভ আরো তীব্র করেছেন। সোমবার পাঞ্জাব জুড়ে শত শত কৃষক চণ্ডীগড় মোহালি সীমান্তে ডলফিন ক্রসিংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।
এসএসপির বাসভবন ঘেরাও করা হয়। সেখানে চণ্ডীগড় পুলিশ বিক্ষোভকারীদের আটক করে থানায় নিয়ে যায়। এরপর তাঁদের থানায় কয়েক ঘণ্টা আটক করে শহরের সীমানার বাইরে ছেড়ে দেওয়া হয়।
সূত্র – দ্য টাইমস অব ইন্ডিয়া
চাষিদের ঘেরাও অভিযানে তীব্র উত্তেজনা

মতামত দিন