১৯৮৪’র শিখ বন্দিরা আজও জেলে, মুক্তির দাবিতে কৃষকদের মিছিল

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

১৯৮৪ সালে শিখদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আনার সঙ্গে যুক্ত ছিলেন, এমন বেশ কিছু ব্যক্তি এখনও শাস্তি পাননি। কারাবাসের মেয়াদ পার করেও জেলে পচতে হচ্ছে পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের অনেককেই। আর তাই, দোষীদের শাস্তি আর কারাবাসের মেয়াদ পার করা বন্দিদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার কীর্তি কিষাণ ইউনিয়নের নেতৃত্বে কৃষকরা পাঞ্জাবের তার্ন তারানের গান্ধি পুরনিগম পার্ক সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিলে শামিল হয়েছিলেন।

বিক্ষোভে উপস্থিত হয়ে কৃষক আন্দোলনের সহযোদ্ধা মাস্টার নাছত্তর সিং ও সুখদেব সিং শেনসাহরা বক্তব্য রাখেন । তাঁরা বলেন, বন্দি শিখ ভাইদের অবিলম্বে মুক্তি দিতে হবে। নইলে সর্বত্র আন্দোলন ছড়িয়ে পড়বে। এছাড়াও শিখ দমনপীড়নে যুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতেও সোচ্চার হয়ে ওঠেন তাঁরা।

সূত্র- দ্য ট্রিবিউন

 বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *