সংযুক্ত কিষাণ মোর্চার শরিক কৃষক সংগঠনগুলো মোর্চার বকেয়া দাবি পূরণের লক্ষ্যে কৃষকদের দাবি-দাওয়াগুলি রক্ষার দাবিতে রবিবার পাঞ্জাবের অমৃতসরের জেলা আদালত থেকে সাংসদ গুরজিত সিং আউজলার অফিস অবধি একটি পদযাত্রায় শামিল হল। এই মিছিল থেকে কৃষকদের বকেয়া দাবিগুলো উত্থাপন করার আবেদন জানানো হয় সাংসদের কাছে৷ এই মিছিলের নেতৃত্বে ছিলেন একাধিক কৃষক নেতা। যেমন, সাতনাম সিং আজনালা, লক্ষবীর সিং নিজামপুরা, ধনবন্ত সিং খাতারেকালান, যতিন্দর সিং চিন্না, বলবীর সিং মুধল, ভূপিন্দর সিং তিরথপুরা, নিশান সিং সাগন প্রমুখ৷
প্রতিটি ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য আইন প্রণয়ন, দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার, বিদ্যুৎ সংশোধনী বিলটি বাতিল এবং কৃষকদের সমস্ত কৃষি ঋণ মুকুব-সহ বিভিন্ন বকেয়া দাবিগুলো পূরণ করার আওয়াজ ওঠে এই মিছিল থেকে৷ উল্লেখ্য, এই সমস্ত দাবিগুলোকে সামনে রেখেই গত ২৬ নভেম্বর গোটা দেশে রাজভবন অভিযান পরিচালনার মধ্যে দিয়েই দেশব্যাপী দ্বিতীয় পর্যায়ের যে কৃষক আন্দোলনের সূচনা হয়েছে, তারই ধারাবাহিকতায় এই মিছিল৷
সূত্র- ট্রিবিউন ইন্ডিয়া
এমএসপির আইনি নিশ্চয়তার দাবিতে পাঞ্জাবে ফের পথে নামল এসকেএম

মতামত দিন