বিধায়কদের বাসভবন ঘেরাও করল কিষাণ মজদুর সংঘর্ষ কমিটি

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

অমৃতসরে বিধায়কদের বাসভবন ঘেরাও করল কিষাণ মজদুর সংঘর্ষ কমিটি (কেএমএসসি)। সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম)-এর শরিক কৃষক সংগঠনগুলোর তরফে লোকসভা সদস্যদের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পরের দিনই বিধায়কদের বাড়ি ঘেরাও করা হল৷

সমিতির নেতা সারওয়ান সিং জানান, জেলার ন’জন বিধায়কের বাসভবনের বাইরে কৃষকেরা বিক্ষোভ দেখিয়েছেন। তাঁর দাবি, শুধুমাত্র কেন্দ্রীয় সরকার নয়, রাজ্য সরকারও তাঁদের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করেনি। উল্লেখ্য, দুই সপ্তাহ ধরে কৃষকরা কেএমএসসির নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে বিক্ষোভ চালিয়েছেন। পাশাপাশি ডিসি কার্যালয়ের প্রবেশপথ অবরোধও হয়।

প্রসঙ্গত, লখিমপুর খেরি হত্যাকাণ্ডের সুবিচার, দিল্লি সীমান্তে আন্দোলনের সময় নিহত কৃষকদের আত্মীয়দের চাকরি, সমস্ত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ, এবং বিদ্যুৎ সংশোধনী বিল বাতিলের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার আন্দোলন চলছে৷

সূত্র- ট্রিবিউন ইন্ডিয়া

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *