কাবেরী জলবণ্টন নিয়ে তুঙ্গে পারদ দক্ষিণের দুই রাজ্যের মধ্যে। তামিলনাড়ুকে জল ছাড়ার প্রতিবাদে আজ মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর বনধের ডাক দিয়েছে কর্ণাটকের কৃষক সংগঠন। এদিকে তামিলনাড়ুতে দেখা গিয়েছে এই ছবি। যেখানে মুখে মরা ইঁদুর নিয়ে প্রতীকী প্রতিবাদে বসেন কৃষকরা। তাঁদের দাবি প্রতিশ্রুতি মতো জল ছাড়তে হবে। গত সোমবার কাবেরী জলবণ্টন কর্তৃপক্ষ নির্দেশ দেয়, আগামী ১৫ দিন তামিলনাড়ুকে প্রতিদিন ৫০০০ কিউসেক জল দেওয়া হবে।
কমিটির এই সিদ্ধান্তের পরই ক্ষোভে ফেটে পড়ে কন্নর কৃষক সংগঠনগুলি। এরপক কর্ণাটকের বিরুদ্ধে প্রতিবাদে বসেন তামিলনাড়ুর কৃষকরা। এর আগে তাঁদের কাবেরীর জলে দাঁড়িয়েও প্রতিবাদ করতে দেখা গিয়েছে।
সূত্র- হিন্দুস্তান টাইমস
মরা ইঁদুর মুখে নিয়ে প্রতিবাদ কৃষকদের! কাবেরী জলবণ্টন ঘিরে চড়ছে পারদ

মতামত দিন