কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাইয়ের মূর্তির উপর রক্ত ছিটিয়ে এক অভিনব প্রতিবাদে শামিল হন কর্ণাটকের কৃষকরা। এই ঘটনায় অন্তত ২৫ জন কৃষককে মাণ্ড্য পুলিশ আটক করেছে। চাষিদের আটক করা প্রসঙ্গে কর্ণাটক রাজ্য রায়থা সংঘের সভাপতি বাদাগালাপুরা নগেন্দ্র বলেন, “পুলিশ চলমান বিক্ষোভকে ব্যাহত করতে চায়। তাই তারা অনুষ্ঠানস্থল থেকে কৃষক নেতাদের শামিয়ানা ও ছবি সরিয়ে ফেলে। আমাদের বিভিন্ন দাবি পূরণ এবং সরকারকে চাপ দেওয়ার জন্য আমরা শান্তিপূর্ণভাবে ৫০ দিনের জন্য বিক্ষোভ-অবস্থান চালাচ্ছি”। বুধবার তাঁদের বিক্ষোভের ৫০তম দিন পূর্ণ হয়।
বুধবার কৃষকরা বিশ্বেশ্বরাইয়া মূর্তির সামনে বিক্ষোভ করেন। কৃষকদের দাবি, আখ এবং দুধের ন্যূনতম সহায়ক মূল্য বাড়াতে হবে। তাঁরা বলেন যে রাজ্য সরকার তাঁদের দাবি পূরণ করেনি আর তারই প্রতিবাদে কৃষকরা কর্ণাটকের মুখ্যমন্ত্রীর মূর্তির উপর তাঁদের রক্ত ছিটিয়ে দেন। সঙ্গে সঙ্গে পুলিশরা কৃষকদের পুলিশ প্যারেড গ্রাউন্ডে নিয়ে যায়। পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী কারও বিরুদ্ধে প্রতিবাদ করার পদ্ধতি আছে। রক্ত ছেটানো কোনো পদ্ধতি নয়। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সফরের পরিপ্রেক্ষিতে কৃষকদের এই ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত। পরে পুলিশ আটক রাখা কৃষকদের ছেড়ে দেয়।
সূত্র- হিন্দুস্তান টাইমস
কর্ণাটকে অভিনব প্রতিবাদ করে আটক কৃষকরা

মতামত দিন