কৃষিপণ্যে বিষাক্ত পদার্থ পরীক্ষা করতে জেলায় একটি পরীক্ষাগার স্থাপনের জন্য কৃষকদের পক্ষ থেকে সুপারিশ করা হয় পাঞ্জাবের অমৃতসরে। এ বিষয়ে মঙ্গলবার পাঞ্জাবের প্রধান কৃষি অধিকর্তা ডঃ যতিন্দর সিং গিল এবং কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের উপ আধিকারিকের অধীনে ডিসট্রিক্ট ফার্মার অ্যাডভাইসারি কমিটি অ্যান্ড ম্যানেজমেন্ট কমিটির একটি বৈঠক হয়। সেখানে কৃষিপণ্যে বিষাক্ত পদার্থ শনাক্ত করার পাশাপাশি এগ্রিকালচার ম্যানেজমেন্ট টেকনোলজি এজেন্সি প্রকল্পের ২০২২-২৩ সালের কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
সাম্প্রতিক সময়ে জৈব চাষের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। রাসায়নিক সার এবং কীটনাশক মানবদেহ এবং পরিবেশের পক্ষে ক্ষতিকারক। কেন্দ্রীয় সরকার জিএম শস্য চাষের অনুমতি দিচ্ছে। এর ফলাফল ভয়ানক। বহু কৃষক এবং বিজ্ঞানীরা অনেকদিন আগে থেকেই রাসায়নিক সার, কীটনাশক এবং জিএম শস্য চাষের বিরোধিতা করে আসছেন। জৈব চাষের বিষয়ে কৃষকরা বলেন, “সরকারকে জৈব কৃষিপণ্য বিক্রির জন্য আলাদা বাজার গড়ে তুলতে হবে”। উল্লেখ্য, এই সভায় পাঞ্জাবের উদ্যানপালন বিভাগের উপ অধিকর্তা ডঃ তাজিন্দর সিং এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধ্যপক ও এগ্রিকালচার ম্যানেজমেন্ট টেকনোলজি এজেন্সি প্রকল্প অধিকর্তা ডঃ রামিন্দর কৌর উপস্থিত ছিলেন।
সূত্র- দ্য ট্রিবিউন
ফসলের বিষ পরীক্ষা করার দাবি চাষিদের

মতামত দিন