মঙ্গলবার তেলেঙ্গানার খাম্মামে রাজস্ব বিভাগের অফিসের সামনে কৃষকরা বিক্ষোভ দেখান। বিক্ষোভ চলাকালীন কৃষকরা সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন। গ্রামে অসময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার জন্য তারা ক্ষোভ প্রকাশ করেন। ফসল বিমা ও ঋণ মকুবের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সরকারের সামনে রাখা হয়।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার জন্য গ্রামে জল সরবরাহ ঠিকমতো হচ্ছে না ফলে ফসলের ক্ষতি হচ্ছে। কৃষকদের দাবি অবিলম্বে চব্বিশ ঘণ্টা জল সরবরাহ করতে হবে।
সমাবেশ চলাকালীন রাইথু সঙ্গমের রাজ্য সভাপতি পথিনেনি সুদর্শন ও জেলা সম্পাদক বনথ রামবাবু কৃষকদের উদ্দেশে বক্তব্য রাখেন। তাঁরা উদ্বেগ প্রকাশ করে কৃষকদের পাশে থাকার বার্তা দেন।
সূত্র- দ্য হানস ইন্ডিয়া
তেলেঙ্গানায় কৃষকদের বিক্ষোভ

মতামত দিন