আজ গোটা দেশে পালিত হচ্ছে কৃষক দিবস

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 3

নিজস্ব প্রতিবেদন: প্রতি বছর ভারতে ২৩ ডিসেম্বর জাতীয় কৃষক দিবস পালন করা হয়। কৃষকরা দেশের অর্থনীতির চালিকা শক্তি তথা আমাদের অন্নদাতা। কৃষক দিবস ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মদিন উপলক্ষ্যে পালিত হয়, যিনি কৃষকদের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। এই দিবস উপযাপনের মাধ্যমে জাতির সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কৃষকদের মূল্যবান অবদান সম্পর্কে সচেতনতা প্রচার করা হয়। কৃষক আন্দোলনের সংহতিতে আজ শপথ দেওয়ার দিন।

বর্তমানে ফ্যাসিস্ট মোদি সরকারের আমলে কৃষকদের অবস্থা খুবই ক্রমশ খারাপ থেকে খারাপতর হচ্ছে। কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী অবস্থান থেকে তিনটি কালা কৃষি আইন লোকসভায় পাশ করে। যার বিরোধিতায় কৃষকরা ২৬ নভেম্বর ২০২০ থেকে দিল্লিতে জড়ো হন। এরপর সারা দেশের বহু কৃষক এই আন্দোলনে যোগ দিয়ে আন্দোলনের শক্তি বৃদ্ধি করেন। শুধু দিল্লি নয়, দেশ বিদেশ থেকেও বহু মানুষ এই আন্দোলনে সংহতি জানান। ২৬ জানুয়ারি ২০২১, ভারতের প্রজাতন্ত্র দিবসে হাজার হাজার বিক্ষুব্ধ কৃষক ট্রাক্টর নিয়ে দিল্লি প্রদক্ষিণ করেন। আন্দোলনের তীব্রতায় ১৯ নভেম্বর ২০২১ ইউনিয়ন সরকার বাধ্য হয় কালা কৃষি বিল প্রত্যাহারের ঘোষণা করতে। কিন্তু আজও মোদি সরকার তার প্রতিশ্রুতি পূরণ করেনি।

পরবর্তীতে কৃষি আইন প্রত্যাহার-সহ কেন্দ্রীয় সরকারের কাছে ৮ দফা দাবি তোলা হয়। সেগুলি হল- (১) সমস্ত কৃষকদের জন্য সমস্ত পণ্যের জন্য C2 + 50% এর আইনত গ্যারান্টিযুক্ত ন্যূনতম সমর্থন মূল্য (MSP) (৩) একটি ব্যাপক ঋণ মকুব প্রকল্পের মাধ্যমে ঋণমুক্তি (৩) বিদ্যুৎ সংশোধন বিল ২০২২ প্রত্যাহার (৪) লখিমপুর খেরিতে কৃষক ও সাংবাদিক হত্যায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে বহিষ্কার এবং তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ, (৫) প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতির জন্য কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্যাপক এবং কার্যকর ফসল বিমা প্রকল্প (৬) সকল প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষক এবং কৃষি শ্রমিকদের প্রতি মাসে ৫০০০ টাকা কৃষক পেনশন (৭) কৃষক আন্দোলনের সময় কৃষকদের বিরুদ্ধে করা সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার (৮) দিল্লির কৃষক আন্দোলনের সময় শাহাদত বরণ করা চাষিদের পরিবারকে ক্ষতিপূরণ।

এই দাবিগুলির সমর্থনে চলতি বছরের ২৬ নভেম্বর সংযুক্ত কিষাণ মোর্চার ‘রাজভবন চলো’ কর্মসূচিতে সারা দেশে সব রাজ্যের রাজধানীতে প্রচুর কৃষকের মিছিল ও সমাবেশ হয়। রাজ্যপালদের হাতে তুলে দেওয়া হয় ডেপুটেশন। জয় কিষাণ আন্দোলন এদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্মরণ করা যেতে পারে যে, ২৬ নভেম্বর তারিখটি ভারতে বিশেষ তাৎপর্য বহন করে। এদিন আমাদের সংবিধান দিবস। ২০২০ সালের ২৬ নভেম্বরে সংযুক্ত কিষাণ মোর্চা ঐতিহাসিক ‘দিল্লি চলো’ আন্দোলন শুরু করেছিল, যা বিশ্বের দীর্ঘতম এবং বৃহত্তম কৃষক আন্দোলনে পরিণত হয় এবং কৃষকদের জমি থেকে উচ্ছেদ করার জন্য কর্পোরেট-রাজনীতিক আঁতাতের বিরুদ্ধে কৃষকদের গৌরবময় বিজয়ের দিকে নিয়ে যায়। এই আন্দোলনকে স্মরণে রেখেই আজ ২৩ ডিসেম্বর সারা দেশে কৃষকরা আবার বৃহত্তর আন্দোলনের লক্ষ্যে জোট বাঁধছেন।

ট্যাগ করা হয়েছে: , ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *