কেরালা সরকার থেকে মানব বসতি এবং কৃষি এলাকা চিহ্নিত করার জন্য একটি উপগ্রহ সমীক্ষা করা হয়। এই সমীক্ষার রিপোর্টের সমালোচনা করল কংগ্রেস এবং বিভিন্ন কৃষক সংগঠন। এখানে ৫০,০০০ কাঠামো জমিকে পরিবেশ-সংবেদনশীল অঞ্চলের আওতাভুক্ত করা হয়।
কৃষকদের দাবি, এই চিহ্নিতকরণে হাজার হাজার কাঠামো জমির কথা উল্লেখ করা হয়নি। কেরালা ইন্ডিপেন্ডেন্ট ফার্মার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অ্যালেক্স ওঝুকাইল বলেন, এই সমীক্ষাটি একদমই সঠিক নয়। এখানে এই অঞ্চলের অর্ধেক বাড়ি এবং অন্যান্য কাঠামো জরিপ থেকে বাদ দেওয়া হয়েছে। এই রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করা হলে ঘনবসতিপূর্ণ এলাকাও বাফার জোনের আওতায় চলে আসবে।
শুক্রবার কংগ্রেস থেকে এই সমীক্ষার ফলাফলের বিরুদ্ধে অন্যান্য কৃষক সংগঠনের সঙ্গে মিলে আগামী মঙ্গলবার কোঝিকোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।
সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস
কেরলে উপগ্রহ সমীক্ষার রিপোর্টকে চ্যালেঞ্জ জানালেন কৃষকরা

মতামত দিন