অমৃতসরে সরকারি নীতির কপি পোড়ালেন চাষিরা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 0

কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সদস্যরা শুক্রবার পাঞ্জাবের অমৃতসরে সরকারি নীতির কপি পোড়ালেন। কেএমএসসির সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধেরের নেতৃত্বে প্রশাসকের কার্যালয়ে ও টোল প্লাজায় বিক্ষোভ চালানো হয়। তাঁরা বলেন, কেন্দ্র ও রাজ্যের ভুল নীতিগুলোর জন্যে কৃষকদের ওপর চাপ বাড়ছে। ফলে সমাজে বেকারত্ব, মুদ্রাস্ফীতি, দুর্নীতি বাড়ছে। কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতারা দাবি জানান, অবিলম্বে কৃষকদের ঋণ মকুব করতে হবে।

সূত্র- দ্য ট্রিবিউন

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *