কানপুরের কাছে উদ্ধার হল এক মৃত কৃষকের দেহ। সোমবার রাতে আউরাইয়ার বীরপুর গ্রামে থেকে ওই কৃষকের দেহ উদ্ধার করা হয়। মৃত কৃষকের নাম শিবরাজ সিং (৭০)।
মৃত চাষির পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে গ্রামের বাইরে দুর্গা মন্দির সংলগ্ন একটি ঘরের মধ্যে রহস্যজনক অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। এরপর তাঁর ছেলে থানায় অভিযোগ দায়ের করলে সার্কেল অফিসার বিধুনা মহেন্দ্র প্রতাপ সিং এবং আচলদা থানার ইনচার্জ সত্যপ্রকাশ সিং ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তাঁরা জানান, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।
সূত্র- টাইমস অফ ইন্ডিয়া
উত্তরপ্রদেশে মৃত কৃষকের দেহ উদ্ধার

মতামত দিন