কংসাবতী নদীর জলাধার থেকে বোরো চাষের জন্য জল ছাড়তে প্রত্যাখ্যান করায় চরম দুর্দশার মুখে পড়লেন বোরো চাষিরা। কংসাবতী নদীতে জল কম থাকায় কংসাবতী জলাধার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। পাশাপাশি ডিভিসি থেকে মাত্র ১০ হাজার একর জমির জন্য জল প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কংসাবতী জলাধার কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে খাতড়া, সিমলাপাল, রানিবাঁধ, রাইপুর, হিড়বাঁধ, ইঁদপুর ও সারেঙ্গা ব্লকের বোরো চাষিদের কপালে চিন্তার ভাঁজ। পাশাপাশি বাঁকুড়া সদর মহকুমার ওন্দা ও বিষ্ণুপুর মহকুমার ব্লকের চাষিরাও এই বিষয়টি নিয়ে প্রবল চিন্তায় রয়েছেন। অপর দিকে জেলা কৃষি দফতর থেকে জানানো হয় এই অবস্থায় বোরো চাষ করা না গেলে ডালশস্য ও তৈলবীজ চাষে উদ্যোগী হবেন কৃষকরা। পর্যাপ্ত পরিমাণ জল ছাড়া বোরো চাষ কিভাবে সম্ভব হবে এই নিয়ে দুশ্চিন্তায় কৃষকমহল। ওই এলাকার বহু কৃষকদের জীবিকার একটা বড় উৎস এই বোরো চাষ।
সূত্র- আনন্দবাজার
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কংসাবতী থেকে জল না ছাড়ায় দুর্দশায় কৃষকরা

মতামত দিন