পুরুলিয়া জেলার মাটি রুক্ষ। মাটির সৃষ্টির মতো প্রকল্পে সরকারি উদ্যোগে রুক্ষ জমিতেও ফসল ফলানোর চেষ্টা চলছে। তবে ফসলের সঠিক দাম পাওয়া যাচ্ছে না বলে কৃষকদের মাথায় হাত। এরই মধ্যে পুরুলিয়ার ঝালদা থানা এলাকার হেঁসলা গ্রামের এক কৃষক ট্রাক্টর চালিয়ে সবজি নষ্ট করে প্রতিবাদ জানালেন।
দেশজুড়ে চলছে মন্দা। গাড়ি ভাড়া করে ফসল বাজারে নিয়ে আসতে খরচ বাড়ছে। এই পরিস্থিতিতে পরিবহনের খরচ বাঁচাতে বাঁধাকপি ক্ষেতের ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দিলেন ওই কৃষক। অন্যদিকে, সরকারের কাছে কৃষকরা ক্ষতিপূরণ দাবি করেছেন।
সূত্র – নিবিড়
ক্ষেতের ফসল নষ্ট করে প্রতিবাদ জানালেন কৃষক

মতামত দিন