সেচ ব্যবস্থা না থাকায় সর্ষে চাষ করে ক্ষতির মুখে পড়লেন কৃষকরা। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের ঘটনা এটি। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে চাষের খরচ উঠছে না। এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে গরিব কৃষকদের।
কালচিনির কৃষকদের অভিযোগ, সেচের অসুবিধার কথা জানিয়ে তাঁরা বারবার কৃষি দফতরকে জানানোর চেষ্টা করেছেন। কিন্তু দফতরের আধিকারিকদের দেখাই পাওয়া যায়নি। কোনও কৃষক দু’বিঘা আবার কেউ ৭ বিঘা জমিতে সর্ষে চাষ করেছেন। এই অবস্থায় তাঁদের আশঙ্কা, লাভ তো দূরের কথা হয়ত চাষের খরচটুকুও উঠবে না।
সূত্র- নিউজ ১৮ বাংলা
জল সেচের ব্যবস্থা না থাকায়, সর্ষে চাষিরা বিপাকে

মতামত দিন