ফসলের ন্যায্য মূল্য প্রদান-সহ আখ চাষিদের একগুচ্ছ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেন পাঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল। তাঁর এই আশ্বাসের ফলেই কৃষকরা তাঁদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন।
একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন এই সমস্ত বিষয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আগামী ৩ অক্টোবর বিধানসভা অধিবেশনে আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তিনি আরো বলেন যে পাঞ্জাব সরকার আখচাষিদের সমস্যাগুলি নিয়ে উদ্বিগ্ন।
ধালিওয়াল সাংবাদিক সম্মেলনে আরো বলেন, পাঞ্জাব সরকার ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর বিষয়টি যাতে যতটা সম্ভব কম করা যায় সেই দিকে লক্ষ্য রেখে এবং পরিবেশ দূষণ প্রতিহত করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে পাঞ্জাব সরকার কৃষকদের সহায়তা করবে বলেও তিনি জানিয়েছেন।
সূত্র- দ্য ট্রিবিউন
মন্ত্রীর আশ্বাসে পাঞ্জাবে আখ চাষিদের আন্দোলন প্রত্যাহার

মতামত দিন