নিজস্ব সংবাদদাতা: সরকারের মামুলি প্রচার নির্ভর সাধারণ মানুষের সমস্যা সুরাহার সরকারি কর্মসূচি যে নিছক তামাসা হয়ে গেছে তা জীবন দিয়েই প্রমাণ করে গেলেন প্রবীণ কৃষক সুশীল ত্যাগী।
সম্প্রতি উত্তর প্রদেশের যোগী সরকার সাধারণ মানুষের সমস্যা সুরাহায় বিশাল সমারোহ করে চালু করেছে ‘সম্পূর্ণ সমাধান দিবস’। শনিবার মন্ত্রী, নেতা, জেলা শাসক ও বড় বড় পুলিশ আধিকারিককে নিয়ে শুরু হয়েছে সমাধান দিবসে জনগণের অভিযোগ নিষ্পত্তির সভা। প্রবীণ কৃষক ত্যাগী সেই সভায় ঢুকে পড়ে তার জমি দখলের হয়ে যাওয়ার মর্মন্তুদ অভিযোগ চিঠি লিখে সকলের সামনেই আত্মহত্যার লক্ষ্যে তিনি নিজের কবজির শিরা কেটে ফেললেন। রক্তে ভিজিয়ে দিলেন সেই অভিযোগ পত্র। সকলকে হতবাক করেই টেবিলের সামনেই ঢলে পড়লেন। দ্রুত তাঁকে প্রথমে মোদী নগরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অবস্থার অবনতি ঘটায় মীরাটের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উত্তর প্রদেশের মুজফ্ফর নগরের ঘটনা। ত্যাগীর মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
দখল জমি উদ্ধারে ব্যর্থ কৃষক কবজি কেটে আত্মঘাতী

মতামত দিন