অতিবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিলেন রাজস্থানের কৃষক। সোমবার রাতে রাজস্থানের ঝালাওয়ার জেলার সুনেল শহরে রাধেশ্যাম গুর্জার (৫০) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। যদিও ফসলের ক্ষতি হওয়ার কারণেই যে আত্মহত্যা, পুলিশ প্রশাসন তা অস্বীকার করেছে। প্রশাসনের দাবি, মদ্যপ অবস্থায় ওই কৃষক আত্মহত্যা করেছেন। কিন্তু মৃত কৃষকের আত্মীয়রা দাবি করেছেন যে সাম্প্রতিক বৃষ্টিতে সয়াবিন ফসল নষ্ট হওয়ার পরে অবসাদগ্রস্থ ছিলেন রাধেশ্যাম। জানা গেছে, রাজস্থানের কোটা, বুন্দি, ঝালাওয়ার ও বারান জেলার কৃষকরা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
সূত্র: পিটিআই, দ্য প্রিন্ট ডট ইন
ফসলের ক্ষতির জন্য অবসাদে কৃষকের আত্মহত্যা রাজস্থানে

মতামত দিন