নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের ডেবরার শিক্ষক লক্ষ্মীরাম টুডুকে খুনের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে বৃহস্পতিবার কৃষক ও খেতমজুর ইউনিয়ন সহ বামপন্থী গণসংগঠনগুলির উদ্যোগে হুগলীর কামারপুকুর কলেজ মোড়ে একটি আদিবাসীপাড়া সংলগ্ন এলাকায় বিক্ষোভ সভা হয়।
সভা থেকে দাবি ওঠে, অভিযুক্ত তৃণমূল দুষ্কৃতীদের কঠোর শাস্তি দিতে হবে। সভায় বক্তব্য রাখেন দেবু চ্যাটার্জি, তিলক ঘোষ, সুজিত রায় ও সুভাষ বৈরাগী। উপস্থিত ছিলেন নারায়ণ ধাড়া, তারাপদ সেনগুপ্ত, বিকাশ মুখার্জি, শ্রীকান্ত চক্রবর্তী, শিক্ষক বিপত্তারন পণ্ডিত প্রমুখ।
কৃষক-খেতমজুরদের বিক্ষোভ সভা

মতামত দিন