তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে অভিনব প্রতিবাদ জানালেন এক কৃষক। শুক্রবার তিনি অর্ধ-উলঙ্গ অবস্থায় কাঁধে লাঙল এবং হাতে দড়ি নিয়ে ইন্দিরা পার্ক থেকে লাকডিকাপুলে পুলিশের ডিরেক্টর জেনারেলের অফিস পর্যন্ত হাঁটতে থাকেন। ওয়ারাঙ্গল জেলার পোনাগাল গ্রামের এই চাষির নাম সুরিন্দর।
সুরিন্দরের বক্তব্য, তাঁর ভাই এবং বিআরএস নেতারা তাঁর জমির নথি জাল করে প্রতারণা করেছেন। স্থানীয় বিআরএস নেতারা তাঁর ভাইয়ের নামে জমি হস্তান্তর করার জন্য চাপ দিচ্ছেন। এই প্রতারকদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি। সুরিন্দর আরও বলেন, তাঁর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে যেন তাঁকে হায়দ্রাবাদ শহরের মাঝখানে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়।
সূত্র – দ্য হানস ইন্ডিয়া
তেলেঙ্গানায় ন্যায়বিচারের দাবিতে কৃষকের পদযাত্রা

মতামত দিন